দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -০৬ আসনের বিয়ানীবাজার উপজেলার সবগুলো কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষিত হয়েছে। এ উপজেলার ৮৯ ভোট কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ ২৮,২৩২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের ঈগল প্রতীক পেয়েছে ২১,০৩০ ভোট। দুই প্রতীকের ভোটের ব্যবধান ৭ হাজার ২০২টি।

এছাড়া বিয়ানীবাজারের ৮৯ কেন্দ্রে লাঙ্গল ৩,১২৭ ভোট, সোনালী আঁশ ৫১৭ ভোট, মিনার ২০১ ভোট, ছড়ি ৬১ ভোট।

আজ বোরবার সারা দেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে দু’একটি কেন্দ্রের ভেতরে ও বাইরে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
নৌকার বিজয়ে প্রারম্ভে থাকায় সমর্থকরা পৌরশহরে আতশবাজি ও খণ্ড খণ্ড মিছিল করছেন। নৌকার প্রধান নির্বাচনী কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে ঘিরে সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন; চলছে মিষ্টি বিতরণ।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ গোলাপগঞ্জ উপজেলায় জয়ের পথে। গোলাপগঞ্জ পৌরশহরে নৌকার শেষ নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেছিলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের সমাবেশের জনস্রোত দেখে মনে হচ্ছে ‘গেইম ইজ ওভার’ খেলা শেষ’। নির্বাচনের ভোটে সেটি বাস্তব রূপ লাভ করলো।