বিয়ানীবাজার উপজেলার ১৯২টি ভোট কেন্দ্রের ফলাফলে ঈগলের চেয়ে ১৮ হাজার ২৯০ ভোটে এগিয়ে রয়েছে নৌকা। এসব কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের নৌকা পেয়েছে ৫৭,৭৭৮ ভোট।

দ্বিতীয় অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের ঈগল পেয়েছেন ৩৯,৪৮৮ভোট। প্রত্যেক কেন্দ্র থেকে ঘোষিত ফলাফল থেকে এ প্রতিবেদন। দুই উপজেলার ১৯২ ভোট কেন্দ্রের মধ্যে ১৮৯ ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

বিয়ানীবাজারের ৮৯ কেন্দ্রে নৌকা পেয়েছে ২৮,২৩২ ভোট ও ঈগল পেয়েছে ২১,০৩০ ভোট, লাঙ্গল ৩,১২৭ ভোট, সোনালী আঁশ ৫১৭ ভোট, মিনার ২০১ ভোট, ছড়ি ৬১ ভোট এবং গোলাপগঞ্জের ১০৩ কেন্দ্রে নৌকা পেয়েছে ২৯,৫৪৬ ঈগল পেয়েছে ১৮,৪৫৮ ভোট, সোনালী আঁশ ১০,৪১৯, লাঙ্গল ২,৪৫২, ছড়ি ১০৮ এবং মিনার ৪১১।

গোলাপগঞ্জ উপজেলার ২ লাখ ৬৬ হাজার ৭১১ ভোটের মধ্যে ভোট দিয়ে ৬২ হাজার ৫৯১ জন। এর মধ্যে বাতিল মোট ১১৮৭ এবং বৈধ ভোট ৬১৪০৪। বিয়ানীবাজারে ২ লাখ ৬ হাজার ৩৮ জনের মধ্যে ভোট দিয়েছেন ৫৩ হাজার ১৬৮ জন ভোটার।