আপলিফ্ট ইউ ইউএসএ সার্বিক সহযোগিতা ও অর্থায়নে বিয়ানীবাজারে ১৫০ দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া ওয়েল ফেয়ার সোসাইটির সহযোগিতায় এলাকার দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান। এ সময় তিনি এলাকার দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করায় আপলিফ্টের দায়িত্বশীলদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মেওয়া ওয়েল ফেয়ার সোসাইটির সহ বাবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, মেওয়া ওয়েল ফেয়ার সোসাইটির উপদেষ্টা মাসুক আহমদ সুনাহর আলী খান ও মাওলানা আব্দুল মতিন, আপলিফ্ট বাংলাদেশের প্রতিনিধি আব্দুস সামাদ, মাওলানা আবুল কালাম, শফির আহমদ আফজাল আহমদ, ইমান আলী ও এবাদুর রহমান, মেওয়া ওয়েল ফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, প্রচার সম্পাদক বাবুল আহমদ, অর্থ সম্পাদক আব্দুল মুমিন চৌধুরী, সদস্য কামাল হোসেন ও বাবুল আহমদ।
বন্যা পরবর্তী দুগর্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তার মাধ্যমে আপলিফ্ট ইউ ইউএসএ যে মানবিক দৃষ্ঠান্ত স্থাপন করেছেন তার জন্য মেওয়া গ্রামবাসী কৃতজ্ঞ জানিয়ে স্থানীয়রা বলেন, এমন মানবিক কাজে দেশ ও প্রবাসের ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসা উচিত।
সমাজে অনগ্রসর মানুষের কল্যাণ সাধনের লক্ষ্যে আপলিফ্ট ইউ ইউএসএ ঘটিত হয়েছে জানিয়ে দায়িত্বশীলরা বলেন, সব সময় বিয়ানীবাজার তথা সিলেট অঞ্চলের বহু এলাকার দুঃস্থ পরিবারকে সহায়তা প্রদান করছে সংগঠনটি, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
একই দিন দুবাগ ইউনিয়নের মেওয়া ছাড়া মাথিউরা ইউনিয়নের খলাগ্রাম এবং শেওলা ইউনিয়নের সালেশ্বর এলাকায় আপলিফ্ট ইউ ইউএসএর খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।