বিয়ানীবাজারের হোমিও চিকিৎসক ডা. সুধা চক্রবর্তী আর নেই।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোল্লাপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত‍্যপরকালে স্ত্রী সন্তানসহ স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. সুধা চক্রবর্তী বিয়ানীবাজারের একজন সুপরিচিত ও অভিজ্ঞ হোমিও চিকিৎসক ছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি স্থানীয় জনগণের সেবা করে আসছিলেন। রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা ও চিকিৎসা দক্ষতার জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

শনিবার দুপুরে পারিবারিক শ্মশানে তাঁর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়।