যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর সাবেক সভাপতি, এবিমিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মস্তুফা কামালের সাথে মত বিনিময় করেছেন শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দায়িত্বশীল, শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক এর সাবেক সভাপতি ও শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মস্তুফা কামাল।
বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি ছিদ্দেক আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কারী মো. আব্দুর রউফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিলেট মেট্টো পলিটিন ইউনিভার্সিটির সহকারি প্রক্টর এডভোকেট আব্বাছ উদ্দিন, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল দাইয়ান, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হক, শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মো. মঈন উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ইয়াসিন আলী, শিক্ষানুরাগী সদস্য শাহির আহমদ, সদস্য হেলাল আহমদ, শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, খালেদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম, গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল আলীমসহ বিদ্যালয়ের শিক্ষকরা।
এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেদিন উচ্চ শিক্ষা অর্জন করে শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে পরিচয় দেবে সেদিন আমরা গর্বিত হবো জানিয়ে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর সাবেক সভাপতি, এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মস্তুফা কামাল বলেন, আমাদের চাওয়া এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন জাতির শ্রেষ্ঠ সন্তান হবে।
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাছ উদ্দিন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর সাবেক সভাপতি ও এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মস্তফা কামালের প্রশংসা করেন বলেন, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে শালেশ্বর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতার ক্ষেত্রে যে সকল প্রবাসী সর্বোচ্চ সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম মস্তফা কামাল।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর সাবেক সভাপতি, এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মস্তুফা কামালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।