বিয়ানীবাজার উপজেলার লাউতা-মোল্লাপুর খাদিমুল কোরআন পরিষদ আয়োজিত তাফসিরুল কোনআন মাহফিলে বয়ান পেশ করবেন খেলাফতে মজলিসের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক। ১২ জানুয়ারি লাউতা উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১২টায় তিনি বয়ান পেশ করবেন।

লাউতা-মোল্লাপুর খাদিমুল কোরআন পরিষদের দায়িত্বশীলরা জানান, বাদ যোহর খেলাফতে মজলিসের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক পেশ করার কথা থাকলে সময় সল্পতার কারণে দুপুর ১২টায় তিনি বয়ান পেশ করবেন। এছাড়া বরুণী পীর মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক বাদ এশা, শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী বাদ এশা, মুফতি শায়খ আলী হাসান উসামা বাদ এশা বয়ান পেশ করবেন। একই সাথে দুপুর, বিকাল ও সন্ধ্যায় উল্লেখ্য মাওলানা ও শায়খুল হাসিদ গণ বয়ান পেশ করবেন।

লাউতা-মোল্লাপুর খাদিমুল কোরআন পরিষদ আয়োজিত তাফসিরুল কোনআন মাহফিলে সর্বস্তরের মুসলমানদের উপস্থিত থেকে মাহফিলকে সফল করতে দায়িত্বশীলরা আহবান জানান।