দেশে যাওয়ার ২ দিন পর আকষ্মিকভাবে মারা যাওয়া বিয়ানীবাজারের আফাজ খান রনির স্মরনে সভা ও মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্সে বসবাসরত মাথিউরাবাসী আয়োজনে রবিবার সন্ধ্যায় লাকনর্বস্থ আইছা হলে মরহুম আফাজ খান রনির জীবনকর্ম নিয়ে অশ্রুশিক্ত কন্ঠে স্মৃতিচারন করেন তার সহকর্মী, বন্ধু,স্বজনসহ এলাকাবাসী।

দীর্ঘ প্রায় ৯ বছর ফ্রান্সে থাকার পর গত মঙ্গলবার দেশে যান আফাজ খান রনি। এর মাত্র ২ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় হার্ট অ্যাটাক করে মারা যান টগবগে এই যুবক। তার আকষ্মিক এই মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে ফ্রান্স বাংলাদেশী কমিউনিটিতে তার পরিচিত, স্বজন বন্ধুমহলসহ এলাকাজুড়ে। ভাইকে শেষ বিদায় জানতে ফ্রান্স থেকে দেশে ছুটে যান ছোট ভাই আজাদ খান। ফ্রান্সে বসবাসরত জন্মভূমি মাথিউরা এলাকাবাসী আয়োজন করেন দোয়া মাহফিলের। এতে উপস্থিত ছিলেন কবীর আহমদ, শামীম আহমদ, জাকির হোসেন, ওবায়দুল্লাহ কয়েছ, হারুনুর রশিদ, মন্জুর রহমান, আক্তার আহমদ, দেলোয়ার হোসেন, তারেক আহমদ, এমাদ আহমদ, জুবের আহমদ, সাইফ খান সুমন, সুহেল আহমদ, নাহিদ আহমদ, শাহরুল আলম , জয়নুল আহমদ, হোসেন আহমদ, লিটন আহমদ, শাবুল আহমদ, আলা উদ্দিন, সাহেদ আহমদসহ আরো অনেকে।