বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের আলেম-উলামা, শিক্ষক, পেশাজীবি ,ব্যবসায়ী ছাত্র-জনতা ও সর্বস্তরের নাগরিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার সকালে মোল্লাপুর ইউনিয়ন অফিস সংলগ্ন মাঠে ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক ইউনিয়ন শাখা আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, দেশের মানুষ এখন জামায়াতের রাজনীতির দিকে তাকিয়ে আছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুস সালাম মতলিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : আকবর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম ,নায়েবে আমির মোস্তফা উদ্দিন , নায়েবে আমির আবুল খায়ের ,সেক্রেটারি মাওলানা আবুল কাশেম চৌধুরী,মোকাম জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মাহবুবুল হক সুজা, আমেরিকা প্রবাসী জামায়াত নেতা দেলওয়ার হোসেন ,-মোল্লাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান অলিউর রহমান সাবলু ,ইউপি সদস্য রফিক উদ্দিন ,ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা উত্তরের সভাপতি আমিনুল ইসলাম সহ আরোও অনেকে।

অন্য্যনের মধ্যে বক্তব্য রাখেন আরব আমিরাত প্রবাসী সাবেক ছাত্রনেতা সালেহ আহমেদ ,জামায়াত কর্মী তাহমিদ আহমেদ, ছাত্রশিবির মোল্লাপুর ইউনিয়ন সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাবেক সভাপতি শাহরিয়ার শাহান সহ আরো অনেকে।

সভা শেষে মোনাজাত পরিচালনা করে উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর মাওলানা ফয়জুল ইসলাম।