বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিনারাই ইউনিটি কমিউনিটির সার্বিক সহযোগিতায় মুসলিম শিশুশিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তি-২০২৫ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃ্হস্পতিবার সকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠান এবং স্কুলের শিক্ষার মানোন্নয়নে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাজী অলিউর রহমান মানিকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এ্যাডভোকেট শামসুল ইসলামসহ অন্যান্য সাবেক ও বর্তমান দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
![](https://beanibazarnews24.com/wp-content/uploads/2023/07/1st-Aide-Rezu-2.jpg)
অধিবেশনে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দিয়ে আলোচনা করা হয়। প্রধান শিক্ষককে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও উন্নত পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানের দুর্বলতা কাটিয়ে শিক্ষার উন্নয়নে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
দ্বিতীয় অধিবেশনে মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে পিটিএ কমিটির সভাপতি মোঃ আব্দুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জালালিয়া মহিলা আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী।
২০২৪ সালে বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সনদপত্র, খাতা-কলমসহ শিক্ষা উপকরণ এবং দুপুরের নাস্তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন সুমন, হাজী মোঃ সেলিম উদ্দিন, মোস্তাক আহমেদ, শামীম আহমদ, জিয়াউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে মিনারাই ইউনিটি কমিউনিটির পক্ষ থেকে গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, মসজিদ, মাদরাসা এবং জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।