ঈদকে সামনে রেখে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার পৌরশহরের মার্কেটগুলোতে নারী ছিনতাইকারী চক্র কাস্টমার সেঁজে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ মূল্যবান মালামাল। ঈদের বাজারে লোকজনের সমাগম বেশি হওয়ায় এ সুযোগকে কাজে লাগাচ্ছে এসব চোর চক্র।
যেখানে ভিড় সেখানেই সক্রিয় নারী পকেটমার ও ছিনতাইকারী চক্র। কিছু বুঝে ওঠার আগেই লোকজনের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা, স্বর্নালঙ্কার, কাপড়চোপড় ও মানিব্যাগ কৌশলে ছিনিয়ে নিচ্ছেন এ চক্রের সদস্যরা। ঈদের কেনাকাটা করতে আসা লোকজন তাদের শিকার হচ্ছেন। জানা যায়, পুরুষ সদস্য থাকলেও এ চক্রে নারী সদস্যরাই বেশী ৷
গত মঙ্গলবার দুপুরে পৌরশহরের নিউমার্কেট এলাকার একটি দোকানে চুরি করতে এসে তিন নারী চোর চক্রের সদস্য স্থানীয় ব্যবসায়ী ও জনতার হাটে আটক হন। পরে তারা ‘এরকম কাজ আর করবেন না’ মর্মে স্বীকারোক্তি ও প্রতিশ্রুতি দেয়ায় তাদেরকে ছেড়ে দেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এরকম ঘটনা বিয়ানীবাজার পৌরশহরে নতুন নয়, প্রতিদিনই কোন না কোন মার্কেটে হরহামেশাই এমন ঘটনা ঘটছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করছেন।
এদিকে, ঈদকে কেন্দ্র করে পৌরশহরে চোরচক্রের উৎপাত রোধে বিয়ানীবাজার থানা তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।