বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল এলাকার একটি জলায়শের মাছ বিষ প্রয়োগ করে মারার অভিযোগ উটেছে প্রতিবেশি ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় বিয়ানীবাজার থানা অভিযোগ করেন ভুক্তভোগী খয়রুল ইসলাম। তিনি বলেন জলাশয়ের মরে ভেসে উঠেছে আমি বিয়ানীবাজার থানায় ইউপি সদস্য আলতাফ হোসেনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছি।

খয়রুলের লিজ নেয়া জলাশয়ের পাশে আলতাফ হোসেন মেম্বারের জলাশয় রয়েছে। খয়রুলের অভিযোগ মেম্বার নিজ জলাশয়ে মাছ নেয়ার জন্য বিষ প্রয়োগ করেন।

টানা ছয়বারের নির্বাচিত মেম্বার আলতাফ হোসেন। তিনি বলেন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

অভিযুক্ত ইউপি সদস্য বলেন, সামাজিকভাবে হেয় করতে তার নামে ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে, এ দুই ঘটনায় তিনি মিল খোজে পাচ্ছেন।

বিয়ানীবাজার থানায় দায়ের করা অভিযোগের তদন্ত চলছে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী।