বিজ্ঞপ্তি। ০৪ ফেব্রুয়ারি ২০১৭।

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের সামাজিক সংগঠন অগ্রগামী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।  এলাকার পিএসসি ও জেএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া ২৩ জন শিক্ষার্থীকে গত শুক্রবার এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কালাম, শিক্ষানুরাগি মাহবুবুর রহমান, আতাউর রহমান ও সাইবুল ইসলাম সাবুল।

সংগঠনের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম জুনেদের সভাপতিত্বে এবং ওয়াহিদুর রহমান ও জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জাহেদ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন আশরাফুল হক মিজু, রুহেল আহমদ, রাইহান আহমদ, তুহিন আহমদ শাফিউল হক, ইকবাল হোসেন, সালেহ আহমদ, সামাদুর রহমান মাছুম প্রমুখ।