বিজ্ঞপ্তি। ০৫ ফেব্রুয়ারি ২০১৭।
বিয়ানীবাজার উপজেলার মাথিউরায় দুধবকসী দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৮ টায় দুধবকসী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছরওয়ার হোসেন।
উদ্বোধনী খেলায় উত্তর আকাখাজানা দুই ভাই বনাম চারবন্ধু রায়বাসী জুটি অংশ নেয়। এতে চারবন্ধু রায়বাসীকে ২-১ গেমে পরাজিত করে উত্তর আকাখাজানা দুই ভাই জুটি।
উপদেস্টা কমিটির প্রধান ছমন্দ আলীর সভাপতিত্বে ও জাহিদ হাছানের পরিচালনায় উদ্বোধনী খেলায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান আবু তাহের, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা বিএনপি’র সহ সম্পাদক ছরওয়ার হোসেন, গোলাপগঞ্জ ছাত্রললীগের সাবেক ছাত্রনেতা এম ওয়াদুদ এমরুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সামছুল আলম, দেওয়ান সিদ্দিকী ময়না, কয়েছ আহমদ, নুরুজ্জামান, কউছর আহমদ, হারুনুর রশিদ, কামাল হোসেন প্রমুখ।
খেলা পরিচালনা কমিটির শাহান, আলা উদ্দিন, আবু বক্কর সুমন, মুজাহিদ হাছান, কবির আহমদ, মনিরুজ্জামান, রাজু, আব্দুল হাফিজ, অলিউর রহমান, আল আমিন, দেলওয়ার হোসেন, কাসেম, আফজল, রেদওয়ান, শরিফ, আদনান, নুরে আলম, শামিম, শফি, শিমুল, সাহেল, প্রমুখ।