বিয়ানীবাজারের মাথিউরায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাথিউরা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মতবিনিময় সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাবের আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউস সামাদ রিমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল আহমদ। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু, সহ প্রচার সম্পাদক ও নব নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান মো. আমান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন তারেক, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের সাবেক আহবায়ক সোহেল আহমদ রাশেদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল লোদী, প্রকৌশলী ইমরুল কায়েস, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লোদী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সভাপতি মাছুম আহমদ, উপজেলা যুবলীগ নেতা রবিউল আলম, আল আমীন ও পারভেজ আহমদসহ আরো অনেকে।
মত বিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগকে আরো শক্তিশালী এবং ছাত্রলীগের রাজনীতি বেগমান করতে নতুন নেতৃত্ব তৈরীর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এ সময় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাথিউরা ইউনিয়ন ছাত্রলীগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ নিন্দা জানান ছাত্রলীগের সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা। মতবিনিময় সভা থেকে ইউনিয়ন ছাত্রলীগের কোন নেতাকর্মী অন্য কোন সংগঠনের যোগদান করেননি জানিয়ে এরকম অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানানো হয়।
মতবিনিময় সভায় মাথিউরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে বক্তব্য প্রদান করেন ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতিরেজাউল আহমদ রেজা ও জামিল আহমদ।
সভা শেষে ফ্রান্স প্রবাসী বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও মাথিউরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনকে ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।