বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে নানা জটিলতা ও প্রতিকূলতা কাটিয়ে অবশেষে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক রুনু। সোমবার হাইকোর্টের আদেশে এই ভাইস চেয়ারম্যান প্রার্থী তার মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার পর তাকে বৈদ্যুতিক বাল্ব প্রতিক বরাদ্দ দেয়া হয়।
জানা গেছে, আশরাফুল হক রুনু মনোনয়নপত্র দাখিলের সময় একটি রাজনৈতিক মামলার বিবরণ প্রদান করেননি। যারপ্রেক্ষিতে তার মনোনয়নপত্র বৈধতা দেন নি জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। পরবর্তীতে আপিলেও না বৈধতা না আসায় আশরাফুল হক রুনু হাইকোর্টে আপিল করে তার প্রার্থীতার বৈধতা ফিরে পান।

আশরাফুল হক রুনু নির্বাচনের পূর্বে থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সমাজসেবায় নিয়োজিত থাকার পাশাপাশি নির্বাচনে মাঠে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন। তাছাড়া এবারের নির্বাচনে তিন পদের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।