বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের সমর্থনে নিউইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ মে (মঙ্গলবার) রাত ৮টায় নিউইয়র্কের ওজন পার্কের টুইলাইট পার্টি হলে বালিঙ্গা-চারাবই- শালেশ্বর-কোনাশালেশ্বর-ঘডুয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির মুরব্বি কামরুজ্জামান চৌধুরী আনা মিয়া।

সমিতির অন্যতম সংগঠক ফজলে রাব্বি সেবুলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ বজলুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মস্তুফা কামাল । স্বাগত বক্তব্যে মস্তফা কামাল বলেন, সাইদুল ইসলাম আমার একান্ত কাছের মানুষ। তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়াম্যান পদে সাইদুল সবচেয়ে যোগ্য প্রার্থী। বিয়ানীবাজারবাসী তাদের পবিত্র আমানত ভোট দিয়ে যদি সাইদুলকে নির্বাচিত করেন, তাহলে তার অভিভাবক হিসেবে আমি আপনাদের এই পবিত্র আমানতের সুরক্ষা নিশ্চিত করবো ইনশাল্লাহ।

সভায় প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউএসএ ইনক এর সভাপতি বদরূল হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে বদরুল খান বলেন, এবারের নির্বাচনে সাইদুল ইসলাম একজন যোগ্য প্রার্থী তাতে কোন সন্দেহ নেই। তারচেয়ে বড কথা তিনি একজন ভাগ্যবান মানুষ, কেননা তার নির্বাচনী প্রচারনায় সুদূর আমারিকায় সব গুণীজন একত্রিত হয়ে তার জন্য বিয়ানীবাজারের মানুষের কাছে ভোট চাচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম , সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাধারন সম্পাদক এডভোকেট জুবের আহমদ খান, যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, সাবেক উপদেষ্টা আজিজুর রহমান পাখি, বর্তমান উপদেষ্টা গহর কিনু চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ কমিনিটি এক্টিভিষ্ট আব্দুল হাসিব, আবদুল জলিল চৌধুরী বাবর, জালালাবাদ এসোসিয়েশনের কোষাধক্ষ মোহাম্মদ আলিম, কাকরদিয়া-তেরাদল সমিতির সভাপতি মোঃ সালাহ ঊদ্দিন ও সাধারন সম্পাদক কমর ঊদ্দিন, সাবেক ছাত্রনেতা মোস্তাক আহমদ, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, কমিনিটি নেতা ইসতিয়াক আহমদ স্বপন, সাবেক ছাত্রনেতা আওলাদ হোসেন, বিয়ানীবাজার সমিতির সদস্য আমিন উদ্দিন, ইকবাল হোসেন, টিটু চৌধুরী প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম বলেন, সাইদুলের পিতা একজন রনাঙ্গনের মুক্তিযোদ্ধা; একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সে সবার ভালবাসায় সিক্ত হবে- এটা আমার দৃঢ বিশ্বাস।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সিমুল চৌধুরী, সাজু আহমদ, হাসান খান, আদনানান খান রবি, খালেদ খান, মাছুম বকশী মুন্না প্রমুখ।