উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি বরাদ্ধকৃত ৪৭ মেট্রিক টন চাল বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব চাল বিতরণ কর্মসূচি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম।
পরিদর্শনকালে ইউএনও কাজী শামিম বিভিন্ন এলাকার আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং আশ্রয় কেন্দ্রের মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানুষদের সাথে যোগাযোগ করে তাদের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, দুবাগ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, আলীনগর ইউপি সদস্য আফতাব উদ্দিন, আব্দুল আহাদ প্রমুখ।