বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন বাঘমারা শাহী ঈদগাহ মাঠে আগামী ৪ ডিসেম্বর তাফসীরুল ক্বোরআন মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাতন গ্রামের প্রবাসীদের অর্থায়নে ও পাতন গ্রামের যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত তাফসিরুল ক্বোরআন মাহফিলে মুসলিম উম্মা’র সকল করববাসী মাগফেরাত কামনা করা হবে।
একদিন ব্যাপী এ তাফসীরুল ক্বোরআন মাহফিল ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বাদ মাগরিব তাফসীর পেশ করবেন মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি হিসাবে থাকবেন মাওলানা সাঈদুর রহমান (বরুণা), মাওলানা হাফিজুর রহমান (ঝিঙ্গাবাড়ি), মাওলানা ক্বারী মুফতি আব্দুল্লাহ আল মামুন (হবিগঞ্জ)।
পাতন বাঘমারা শাহী ঈদগাহ মাঠে দিনব্যাপী তাফসীরুল ক্বোরআন মাহফিল ও দোয়া মাহফিলে সর্বস্তরের মুসলমানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে পাতন যুব সমাজ।