বিয়ানীবাজারের সুবিধাবঞ্চিত পাঁচটি পরিবারকে সুপেয় পানি ব্যবস্থা করে দিতে নলকূপ (টিউবওয়েল) স্থাপন করে দিয়েছে রোটারি ক্লাব। শুক্রবার রোটারির ১১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরসভার ফতেহপুর, নয়াগ্রাম, লাসাইতলা, কসবা চালিকোনা ও পণ্ডিতপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে পাঁচটি সুবিধাবঞ্চিত পরিবারের স্ব স্ব আঙ্গিনায় পূর্বস্থাপিত পাঁচটি টিউবওয়েল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন রোটারি ক্লাবের দায়িত্বশীলরা।

ক্লাবের প্রবাসী সদস্য রোটারিয়ান প্রফেসর মো. আব্দুল মালিকের মাধ্যমে টিউবওয়েলগুলো স্থাপনে অর্থায়ন করেন কয়েকজন প্রবাসী। টিউবওয়েলগুলো হস্তান্তরের সময় প্রফেসর মো. আব্দুল মালিক উপস্থিত ছিলেন। এদিন তাঁর অর্থায়নে নির্মিত পাকার দেয়ালবিশিষ্ট একটি গোসলখানা আশ্রয়ণ প্রকল্পের একজন দুঃস্থ মহিলাকে হস্তান্তর করা হয়।

এর আগে ২০২৩-২৪ রোটাবর্ষে ইতিমধ্যে পৌরসভার দক্ষিণ নয়াগ্রাম, দুবাগ ইউনিয়নের মেওয়া ও মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে আরও তিনটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

টিউবওয়েল প্রজেক্টে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান দেলওয়ার হোসেন, পিপি সালেহ আহমদ, প্রেসিডেন্ট নমীনী হাসান আহমদ, ইয়ুথ সার্ভিস ডাইরেক্টর সাব্বির আহমদ, বুলেটিন এডিটর আব্দুশ শুকুর, ইনকামিং ট্রেজারার শাবুল ইসলাম প্রমুখ।