বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া রাইসমিলের সামন থেকে পালসার মোটর সাইকেল চুরি গেছে। মঙ্গলবার বিকালে পার্কিং থাকাবস্থায় বাইকটি চুরির ঘটনা ঘটে।
বাজাজ কোম্পানির কালো রঙের পালসার মোটর সাইকেল (রেজি নং সিলেট ল ১২-৬৪৬৫) চুরির ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ করেছেন মালিক মাজহারুল আলম শাওন। তার বাড়ি মাথিউরা বেজগ্রামে।

তরুণ শাওন প্রিয় বাইকের সন্ধান পেতে পুলিশসহ সবার সহযোগিতা কামনা করেছেন। মোটর সাইকেলটির সন্ধান পেলে নিকটস্থ থানায় কিংবা শাওনের (01601209975) মোবাইল নম্বরের যোগাযোগ করার অনুরোধ করেছেন।