বিয়ানীবাজার উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না। তিনি ইউএনও কাজী শামীমের স্থলাভিষিক্ত হবেন। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এ আদেশ জারি করেন।

ইউএনও গোলাম মুস্তফা মুন্না আগামী ১৪/১৫ নভেম্বর বিয়ানীবাজার উপজেলার দায়িত্ব গ্রহণ করতে পারেন।

ইউএনও গোলাম মুস্তফা মুন্না বর্তমানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি সনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ইউএনও’র দায়িত্ব পালন করেন।