বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া এলাকার প্রাচীন সংগঠন নওয়াগ্রাম প্রগতি সমাজকল্যাণ সংঘের আয়োজনে বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী জাফলং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন গ্রামীণ বিভিন্ন বয়সী প্রায় এক শত বাসিন্দা।
এই আনন্দ ভ্রমণ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংঘের দায়িত্বশীলরা আগামীত এ রকম আনন্দ ভ্রমণের আয়োজন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

১৯৭৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে নিজ গ্রামের উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর নওয়াগ্রাম প্রগতি সমাজকল্যাণ সংঘ।