বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম জাগরণ সংঘের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে সংগঠনের কার্যালয়ে এক সভায় ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কুড়ারবাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মখলিছ উদ্দিনকে সভাপতি এবং শিক্ষক আলী হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদের সহ-সভাপতি শামিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাবেদুর রহমান জুবের, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন রাজু, প্রচার সম্পাদক রেহান আহমদ, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন, ধর্মীয় বিষয়ক সম্পাদক সাহেদ হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, কৃষি ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সাদিক আহমদ, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সদস্য হাফিজ উদ্দিন ও করিম উদ্দিন।

কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যকরি কমিটির সদস্য ও সাধারণ সমস্য ছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হোসাইন আহমদ এনু, বশির উদ্দিন, আব্দুল আলীম, ফয়জুল ইসলাম প্রমুখ ।