বিয়ানীবাজার উপজেলার দুবাগে পারিবারিক কলহের জের ধরে আপন ভাইয়ের কোদালের আঘাতে আদিল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের দক্ষিণ দুবাগ এলাকায় দুপুরের দিকে।

স্বজনরা আহত অবস্থায় আদিল হোসেনকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট প্রেরণের পরামর্শ দেন। সিলেট য়াওয়ার পথে তার মৃত্যু ঘটলে স্বজনরা মরদেহ পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
নিহত আদিল হোসেন ও ঘাতক আব্দুল কাদির দক্ষিণ দুবাগ গ্রামের মখলিছ হোসেনের পুত্র।

পুরো ঘটনাটি গণ মাধ্যম থেকে আঁড়ালে রাখতে নিহতের স্বজনরা তৎপর ছিলেন। এ ঘটনা নিয়ে তারা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আদিল হোসেনের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার আপন ভাই আব্দুল কাদিরের সাথে বাগবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে আব্দুল কাদির উত্তেজিত হয়ে কোদাল দিয়ে পেছন থেকে আদিলের মাথায় আঘাত করলে সে মাটিতে লুঠিয়ে পড়ে। স্বজনরা অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন

খবর পেয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে ছুটে যান। পুলিশ লাশের সুরত হাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি হাসপাতালের মর্গে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে আদিল নিহত হওয়ার খবর পেয়ে ঘাতক বড় ভাই কাদির আত্মগোপনে রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ওসি এনামুল হক চৌধুরী