বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে এগিয়ে ছিলেন উপজেলা আওয়ামী লীগের পলাশ আফজল। তার কর্মী সমর্থকসহ তিন ওয়ার্ডের সাধারণ মানুষ নৌকা প্রতীকের প্রত্যাশা ছিলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামের উপর আস্থা রেখেছেন। দুইবারের এ চেয়ারম্যান প্রার্থী তৃণমূলের ভোটে ৬ ভোট পেয়ে দ্বিতীয় হলেও কেন্দ্র থেকে নৌকার প্রতীক তাঁকে দেয়া হয়েছে। ম্গেলবার রাত ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থী তালিকা ঘোষণা করে।

প্রকাশিত তালিকায় ৩নং দুবাগ ইউনিয়নে তৃণমূলের ভোটে বিজয়ী পলাশ আফজালের স্থলে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামের নাম দেখে হতাশ হন ছাত্রলীগ থেকে উঠে আসা আওয়ামী লীগ নেতা পলাশ আফজাল। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে হামলার শিকার হয়েছি। তৃণমূলে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচারণা চালাতে গিয়ে সন্ত্রাসীরা আমাকে অনেকটা লাশ বানিয়ে ফেলে যায়। সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। অনেক আশা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ৪ বছর থেকে মাঠে কাজ করছি। ইউনিয়নবাসীর সমর্থন পেলেও কেন্দ্র আওয়ামী লীগ থেকে কেন মনোনয়ন পাইনি, সে উত্তর আমার কাছে নেই।