পূর্ব বিরোধের জের ধরে বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। রাত ৮টার দিকে দাসগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নেয়া হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট প্রেরণের পরামর্শ দেন দায়িত্বশীলরা।

আহত যুবক সেলিম উদ্দিন অটোরিক্স চালক। তার বাড়ি লাসাইতলা এলাকায়। গ্রাম্য বিরোধের জের ধরে প্রতিপক্ষের চার থেকে পাঁচজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা করে।

‌বিয়ানীবাজারের শামীম দম্পতির স্বপ্ন ভাঙছে কুশিয়ারা, আতঙ্কে কাটছে দিবারাত্রি