বিয়ানীবাজারের তাহা লাইফ স্টাইল এবার ক্রেতাদের জন্য নিয়ে এসেছে বিশাল সুযোগ। ৫০% পর্যন্ত ডিসকাউন্টে কিনতে পারছেন এই ব্যান্ড ফ্যাশন হাউজের কোয়ালিটি সম্পন্ন রকমারি পোষাক। পৌরশহরের জামান প্লাজার ২য় তলায় অবস্থিত ফ্যাশন হাউজের বিশাল শোরুমে শোভা পাচ্ছে বাহারি রং আর ডিজাইনের সববয়সী ছেলে মেয়েদের পোষাক।

ফ্যাশন হাউজটি ছেলেদের জন্য শার্ট-প্যান্ট, টি শার্ট, জগার্স, টাউজার এবং মেয়েদের জন্য রয়েছে ড্রেস, গাউন, টপস, প্লাজো সহ বিভিন্ন ধরনের পোশাক। এ ছাড়া বেবি আইটেমের মধ্যে নিমা সেট থেকে শুরু করে পার্টি ড্রেস, শার্ট-প্যান্ট, কটি, টাউজার সহ বেশ কিছু আরামদায়ক ও স্টাইলিশ পোশাক রয়েছে। তাহা লাইফ স্টাইলের এই আউটলেটের প্রতিটি পোশাক তাদের নিজস্ব গার্মেন্টসে তৈরি করা। তাই কাপড়ের মান কিংবা জিজাইনে রয়েছে ভিন্নতা। ক্রেতাদের আউটলেটটি ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ ।

তাহা লাইফ স্টাইলের এই অফার সীমিত সময়ের জন্য। তাই পচন্দের পোষাক কেনার লোভনীয় সুযোগ নিতে পারেন যে কেউ।