খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের এসএসসি ২০২২ ব্যাচের মেধাবী শিক্ষার্থী তানভীন হুমায়রা,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৬ তম স্থান অধিকার করে পছন্দমতো বিষয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। সে বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলাম ও হাজী সাঈদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতিমা নাসরিন দম্পতির জ্যৈষ্ঠ কন্যা।

মেধাবী শিক্ষার্থী তানভীন হুমায়রা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির পরীক্ষায় ৬৯০ তম স্থান অধিকার করে এবং BUP (Bangladesh University of professionals) এ ভর্তি পরীক্ষায় ৭১ তম স্থান অধিকার করেছে।

তানভীন হুমায়রা ও তার শিক্ষক পিতা মাতার ইচ্ছা শাবিপ্রবিতে সে ইংরেজী মাধ্যমে উচ্চতর ডিগ্রী অর্জন করবে। ঢাকা বিশ্ব বিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পেলেও নিজ জেলার বিশ্ববিদ্যালয়কে বেচে নিয়েছেন তারা।

তানভীন হুমায়রার পিতা বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, আমাদের কাছাকাছি রাখতে এবং শাবিপ্রবির প্রতি অন্যরকম আকর্ষণ থাকায় তাকে (তানভীন হুমায়রা) শাস্ট্রে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে তারও সম্মতি ছিল। তিনি বলেন, আমার মতো ইংরেজী বিভাগে সে অধ্যয়ন করবে। সেখান থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করতে পারবে এ বিশ্বাস রয়েছে। তিনি সবার প্রতি দোয়া কামনা করেন।