ভারতে সারা গারারার দিন শেষ, এবার ঈদে খোঁজেও পাওয়া যাবে না পাখি, জুমোর কিংবা নাগিন কিন্তু ফ্যাশনএ্যাবল কাপড়ের প্রত্যেক দোকানে রয়েছে নানা রঙের, নানা ডিজাইনের পাকিস্তানি ট্রেন্ডিং থ্রি পিস। সব চাপিয়ে বিয়ানীবাজারের কয়েকটি মার্কেট, নামীদামি কাপড়ের দোকানসহ ছোট বড় সব কাপড়ের দোকান সয়লাভ পাকিস্তানি ট্রেডিং থ্রি পিস জ্বরে।

ঈদের মাত্র কয়েকদিন পুর্বে বেশ সরগরম হয়ে উঠেছে ঈদ বাজার। বিশেষ করে কাপড়ের দোকানগুলো সব বয়সি নারী, তরুণী ও শিশুদের উপস্থিতী রয়েছে। সে তুলনায় পুরুণ কিংভা তরুণ উপস্থিতি নিন্তান্তই কম। ঈদের কেনা বেচা চলে সেহরি পর্যন্ত। কেনা বেচার এ ঝড় চলবে আগামী ২৪ রমজান পর্যন্ত। এই ক’দিন পুরো ঈদ বাজারের উম্মাদনা শেষ হবে চাঁদা রাতে।

পাকিস্তানি ট্রেডিং থ্রি পিসের পাথরসহ এমব্রয়ডারি কাজের সাথে রঙের মিশ্রণ তরুণীদের আকর্ষণ করেছে। একই সাথে পায়জামার নতুন ডিজাইন এ পোশাককে এবারের ঈদে তরুণীদের আবেগী করে তুলেছে।

রমজানের মধ্য সময় থেকে ব্যবসা ভাল হচ্ছে জানিয়ে ব্যবসায়ীরা জানান, ঈদ যত কাছে আসছে ক্রেতার উপস্থিত তত বাড়ছে। বিশেষ করে ২০ রমজানের পর থেকে বিরতীহীন ভাবে চলছে কেনা বেচা।

চান রাত যত কাছে আসছে ঈদ বাজারে ভীড় বাড়ছে ক্রেতাদের। মার্কেটে মার্কেটে তরুণীদের লক্ষ্যণীয় উপস্থিতি থাকলেও রমজানের শেষ দিকে উপস্থিতি বাড়ে তরুণদের।