বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের জালালিয়া মহিলা আলিম মাদরাসায় তারুণ্যের উৎসব বাস্তবায়নে মাদরাসা প্রাঙ্গনে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো শীতকালীন পিঠা উৎসব। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরীর সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মাথিউরা সিনিয়র ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আলীম। এসময় অতিথি হিসেবে অংশ নেন ইউনাইটেড মাথিউরা এর সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা রুহুল এ রহমান,মাথিউরা সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক একেএম নাজিম উদ্দিন, মাথিউরা বাজার হাফিজিয়া মাদরাসার সভাপতি হাজী ওলীউর রহমান,মাদরাসা ই আল আরাফ এর পরিচালক হাফিজ মাওলানা ছরওয়ার হোসেন ফৈয়াজী, মাতৃ ছায়া হাসপাতালের স্বত্বাধিকারী মোঃ রহিম উদ্দিন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো: আলতাফ হোসেন সহ অতিথিবৃন্দ এবং পিঠা উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ আলী সহ আরো অনেকে।

শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, হামদ ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ঘুরে ঘুরে এক এক করে দশটি স্টল পরিদর্শন করেন অতিথিরা। আগামীতে এ রকম আয়োজন করার কথা ব্যক্ত করেন তারা।
এসময় শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন ধরনের পিঠা, সন্দেহ, পায়েস, ফালুদা ইত্যাদি মুল্যায়নের ভিত্তিতে বিচারকগণ তিনটি স্টলের ৬ জন করে শিক্ষার্থীদের ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ করেন।