বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের গদার বাজার রোডে অগ্নিকান্ডের ঘটনায় কয়েকটি দোকানকোটা ও আবাসিক বাসাবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে হাফসা ম্যানশন ও ফরহাদ কমপ্লেক্সের সম্মুখে দোকান কোটায় আগুনের ধুয়া দেখতে পান স্থানীয়রা। মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে কয়েকটি দোকানকোটায় ও আবাসিক বাসাবাড়িতে।
আগুনের সুত্রপাতের গঠনা জানা জায়নি প্রত্যাক্ষ্যদর্শীরা জানান হটাৎ করে আগুনের ধুয়া উড়তে দেখা যায় সুত্রপাতের খবর জানার আগেই দ্রুত হাফসা ম্যানশন ও ফরহাদ কমপ্লেক্সের দোকান কোটা ও দ্বিতীয় তলায় আবাসিক কয়েকটি ভাষার লোকজন এদিক ওদিক চিৎকার শুরু করেন।দ্রুত ছড়িয়ে ছিটিয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও বাজারে থাকা লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে কাজ করেন ও পাশাপাশি দোকান ও আবাসিক ঘরের আসবাবপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রায় ঘন্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আসলে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ একদল পুলিশ ঘটনাস্থলে চলে আসেন ও ফায়ার সার্ভিসের লোকেরা এসে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। ব্যবসায়ীদের দাবী বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ চারখাই হইতে ১৫/১৮ কিলোমিটারের দুরত্ব সেজন্য ফায়ার সার্ভিসের গাড়ি আসতে অনেক দেরি হয়েছে তারা আসার পুর্বেই পাবলিকের সাহায্যে রক্ষা পেয়েছি।
ব্যবসায়ীরা জানান তাদের দোকান কোটায় থাকা মালমালের ব্যাপক ক্ষতি হয়েছে ও আগুন নিয়ন্ত্রণে কাজ করতে আবাসিক ভাষা ও দোকান কোটার মালামালেরও ক্ষতি হয়েছে বলে জানান তারা।
ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছ থেকে জানা জায় দোকান কোটার পাশে থাকা ময়লার ভাগাড় রয়েছে সেখান থেকে সুত্রপাতের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়। তিনি জানান লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে হাফসা ম্যানশনের মালিক শাহিন আহমদ দাবী করেন। পাশাপাশি দোকান মালিকেরা জানান তাদের দোকান কোটার মালামালের ক্ষতি কয়েক লক্ষাধিক টাকার হয়েছে।