বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ হাজরা পাড়া, বরই আইল এলাকার যাতায়াত রাস্তা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না। এ সময় তিনি এলাকাবাসীর দাবি-ধাওয়া শোনেন এবং পালেশ্বরি খালের উপর একটি ব্রীজ নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার জন্য আশ্বাস দেন।

মঙ্গলবার উপজেলা চারখাই ইউনিয়নের এ দুই গ্রাম পরিদর্শনকালে স্থানীয় অধিবাসীরা গ্রামগুলোর চলাচলের রাস্তা মেরামত ও সংস্কার এবং পালেশ্বরি খালের উপর একটি ব্রীজ নির্মাণের দাবি জানান। এসময় তিনি এলাকার মানুষের কল্যাণে সকল কাজের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী আবুল কাশেম, চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য জাবেদ তাপাদার জাবু, স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন, মাওলানা সুলতান আহমদ ও আশিক আহমদসহ আরো অনেকে।