বিয়ানীবাজারের কৃতিসন্তান সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি রেজিস্ট্রার, জেলা জজ সাব্বির ফয়েজ বাংলাদেশ বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি পৌরসভার শ্রীধরা গ্রামের সন্তান। বর্তমানে নয়াগ্রামে তাঁর পরিবার বসবাস করছেন।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক থেকে বদলি করে তাঁকে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে।
বিচারক সাব্বির ফয়েজ বিভিন্ন জেলায় জেলা জজ হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। ছিলেন হাই কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) পদেও তিনি দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রতিষ্ঠানটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে।