বিয়ানীবাজারে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শিব্বির আহমদকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লাসাইতলা গ্রামস্থ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ দল। এসময় তার প্যান্টের পকেট থেকে ৪৭ পিস ইয়াবা এবং ২০ মিলিগ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযান দলে ছিলেন বিয়ানীবাজার থানার এস আই রুমেন আহমদ,সাইফুল ইসলাম, এস আই শাহ আলম ও রতন মিয়া।
পুলিশ জানায়, শিব্বির বিয়ানীবাজার থানায় দায়েরকৃত একটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে থানায় ৮টি মাদক মামলা বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে।