কালাইউরা ক্রিকেট ক্লাবের কমিটি পুর্নগঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাধারণ সভায় সর্ব সম্মতিতে জুবায়ের আহমদ জুবেরকে সভাপতি ও হানিফ আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। একই সময়ে সাবেক ও বর্তমান খেলোয়ারদের উপস্থিততে কালাইউরা ক্রিকেট ক্লাবের নতুন জার্সি উন্মোচন করা হয়।
ক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম রুবেল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লাউতা ৯নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম, স্যোসাল ইসলামী ব্যাংক দাসের বাজার উপশাখার কর্মকর্তা কাওসার আহমদ সুমন, নর্থ ইস্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শরীফ উদ্দিন।
পূর্নগঠিত এই নতুন কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ও কোষাধ্যক্ষ সুলতান আহমদ।