বিয়ানীবাজারে দুই পক্ষের যুবকদের মধ্যে হঠাৎ বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে কলেজ রোডে এ ঘটনা ঘটে। যুবকদের কয়েকজনের বাড়ি বড়লেখা উপজেলার শাহবাজপুরে।

জানা যায়, শাহবাজপুরে পারিবারিক বিরোধের বিষয়টি কয়েকদিন আগে নিষ্পত্তি হয়। তবে এর জের ধরে আজ বিকালে শাহবাজপুরের কয়েকজন যুবকসহ বিয়ানীবাজারের কয়েক মিলে সংঘর্ষে জড়ায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের হাত কেটে গেছে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। আহতদের একজনের বাড়ি মোল্লাপুর এলাকায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে সংঘর্ষে জড়িয়ে পড়াদের কাউকে তারা চিনতে পারেননি। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সংঘর্ষ থামাতে এগিয়ে যান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল আহমদ। তিনি বলেন, ৬/৭ জনের যুবকদের কাউকে চিনতে পারিনী। শোনেছি তাদের বাড়ি শাহবাজপুরে এবং কয়েকজনের বাড়ি বিয়ানীবাজারে। পল্লী ইলেক্ট্রিক দোকানে বসে আছি, হঠাৎ দেখি কয়েকজন যুবক একজনকে ধাওয়া করছে, তাকে ধরে মারছে। তখন এগিয়ে গিয়ে ওই ছেলেটিকে রক্ষা করি। এ সময় অন্যরা ছুটে আসেন। এ সময় অল্প দূরে দুইটি যুবকে ঘিরে ধরে কয়েকজন কিলঘুসি মারছে। সেখানে গিয়ে সবার সহায়তা তাদেরকে শান্ত করার চেষ্টা করা হয়।

যুবকদের সংঘর্ষের সময় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ীরা দোকান লাগিয়ে দেন। অনেকেই দিকবেদিক ছুটতে দেখা গেছে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংঘর্ষের কারণ অনুসন্ধান করছে।

'বিয়ানীবাজারে মায়ের গোসলে পাশে নেই সন্তানরা‌‍' করোনায় যেন মানবিকতা লোপ না পায়-পল্লব