বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে বদলী করা হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এ আদেশ জারি করেন। চলতি বছরের ২৪ এপ্রিল তিনি বিয়ানীবাজারে যোগদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের নতুন কর্মস্থল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা। তিনি প্রায় ৬ মাস উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। সম্প্রতি বাজার মনিটরিং ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষের কাছে তিনি প্রশংসিত হল।

বদলীর আদেশ তিনি পেয়েছেন জানিয়ে বিয়ানীবাজার নিউজ ২৪ কে উপজেলা নির্বাহী কর্মকতর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, এক সপ্তাহ পর নতুন কর্মস্থলে যোগদান করবেন।