বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে তরুণদের আধুনিক ও যুগোপযোগী ফ্যাশন হাউস ‘ক্লাসিক ম্যান’স ’।
সোমবার বাদ আসর পৌরশহরের আজির প্লাজায় শোরুমটির উদ্বোধন উপলক্ষে এদিন দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সত্ত্বধিকারীর পিতা আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাসিক ম্যান’স প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাবেল হোসেন সহ স্থানীয় বিপণন ব্যবসায়ী ও দোকানের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লাসিক ম্যান’স নামের এ ফ্যাশন হাউসে ছেলেদের জন্য নতুন ডিজাইনের আরামদায়ক সুতি কাপড়ের তৈরি পোশাকসহ পাওয়া যাবে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক। এছাড়াও রয়েছে টি-র্শাট, শার্ট, প্যান্ট, চায়না শার্ট ,ড্রপ সোল্ডার, ও ক্যাপসহ নানান পোষাকের সমারোহ। শোরুমটিতে সবধরনের ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে। এতে সন্তুষ্ট সববয়সী ক্রেতা সাধারণও।
ক্লাসিক ম্যান’স স্বত্বাধিকারী রাবেল হোসেন জানান ক্লাসিক ম্যান ফ্যাশন হাউসটি ছেলেদের জন্য মানসম্মত পোশাক বিক্রি করতে প্রস্তুত প্রতিষ্ঠানটি।
ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন পোশাক নিয়ে বিয়ানীবাজারবাসীর জন্য ক্লাসিক ম্যান’স ফ্যাশন হাউসটি। যুগের সাথে তাল মিলিয়ে এই ফ্যাশন হাউস কর্তৃপক্ষ সবধরনের পোশাকে রুচিশীলতা, পন্যের গুণগত মান ও দামের ক্ষেত্রে ক্রেতাদের চাহিদাকেই প্রাধান্য দিবেন- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।