বিয়ানীবাজার নিউজ ২৪। ০৩ জানুয়ারি ২০১৬।

বিয়ানীবাজারসহ সারা দেশে ভূমিকম্পন অনুভূত হয়েছে। বিকাল ৩টা ৯ মিনিটের সময় বিয়ানীবাজারে এ ভূমিকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় বিয়ানীবাজার পৌরশহরের ভবন থেকে আতংকে লোকজন নিচে নেমে আসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, মঙ্গলবার বিকাল ৩টা ৯মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

[image link=”http://www.beanibazarnews24.com/wp-content/uploads/2017/01/earthquake.png” img=”http://www.beanibazarnews24.com/wp-content/uploads/2017/01/earthquake.png” caption=”চিত্র ও রেখায় বাংলাদেশের সীমান্ত এলাকা ভারতের ত্রিপুরায় ভূমিকম্পের উৎপত্তিস্থল”]

বিয়ানীবাজারস সারা দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কয়েক সেকেন্ডের মধ্যে বিয়ানীবাজারে দুই দফা কম্পন হয়েছে। প্রথমে মৃদু একটি কম্পনের দুই সেকেন্ড পরে কম্পনের তীব্রতা বেশি ছিল। এতে ভবন কেঁপে উঠলে লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।