শেষ পর্যন্ত গণমাধ্যমে আসা বিয়ানীবাজার উপজেলা বিএনপিসহ সংগঠনের তিন ইউনিটের আহবায়কের নাম নিয়ে বিভান্তি দেখা দিয়েছে। একই সাথে সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শনিবার বিএনপি’র একাধিক দায়িত্বশীল সূত্র থেকে সিলেট বিএনপি’র ১৭টি সাংগঠনিক ইউনিটের আহবায়ক কমিটি গঠন করার বিষয়টি জানানো হয়। জেলা আহবায়ক কমিটির সভায় ঘোষিত বিয়ানীবাজার উপজেলা, পোরসভা এবং গোলাপগঞ্জ পৌরসভা বিএনপি’র আহবায়কের নাম নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একই সাথে দায়িত্বশীলদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। শুধু বিয়ানীবাজার উপজেলা নয়, এ আহবায়ক কমিটি গঠন করার সময় দায়িত্বশীল অনেকের মতামত নেয়া হয়নি। অথচ কেন্দ্রের নির্দেশ ছিল গত নির্বাচনে যেসব এলাকার বিএনপি’র এমপি প্রার্থী ছিলেন তাদের মতামতকে গুরুত্ব দেয়া। এ ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় সেটি মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।

যার কারণে শেষ মুহূর্তে বিয়ানীবাজার উপজেলা, পৌরসভা ও গোলাপগঞ্জ পৌরসভার আহবায়ক কমিটির আহবায়কের নাম ঘোষণা থেকে বিরত থাকবে জেলা কমিটি- এ তথ্য জানিয়েছেন এক বিএনপি নেতা। তিনি বলেন, আহবায়কের দায়িত্বশীল এমন কেউ হবেন যাকে সবাই শ্রদ্ধা সম্মান করে এবং তিনি সংগঠনের সর্বমহলে পরিচিত হবেন। কিন্তু যার নাম শোনা যাচ্ছে তাকে বিয়ানীবাজারের কেউ চিনে বলে আমাদের জানা নেই।

দলের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে শেষ মুহূর্তে এসে বিয়ানীবাজারসহ বিএনপি’র তিন ইউনিটে আহবায়ক কমিটি ঘোষণা থেকে সরে এসেছেন জেলার দায়িত্বশীলরা। আগামী কয়েকদিনের মধ্যে আলোচনার ভিত্তিতে আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।