বিয়ানীবাজার উপজেলায় আগামীকাল সকাল-সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার সিলেট পল্লী বিদ্যুৎ-১ বিয়ানীবাজার জোনাল অফিসের দায়িত্বশীল এ তথ্য জানিয়েছেন।
বিয়ানীবাজার উপজেলার চারখাই গ্রিড স্টেশনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ গ্রিডের আওতাধীন বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রায় ৯ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। মঙ্গলবার সকাল ৮ থেকে বিকাল ৫টায় পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য চারখাই গ্রিড স্টেশন শাটডাউন দেয়া হবে।
পল্লীবিদ্যুতের গ্রাহকদের সুবিধার্থে সোমবার পৌরশহরসহ আশপাশ এলাকায় মাইকের প্রচার করা হয়েছে এবং সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মণ বলেন, গ্রিড স্টেশনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য স্টেশনটি শাটডাউন দেয়ার বিষয়টি দায়িত্বশীল আমাদের অবহিত করেছেন। প্রায় ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।