বিয়ানীবাজার থানার নবাগত ওসি মো. আশরাফ উজ্জামানের সাথে মতবিনিময় করেছেন বিয়ানীবাজার প্রেসক্লাবের দায়িত্বশীলরা। মঙ্গলবার সন্ধ্যায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বিয়ানীবাজারের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকসহ উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী উপস্থিত ছিলেন।

অপরাধ দমনে সকলের সহায়তা কামনা করে দালাল মুক্ত বিয়ানীবাজার থানা গঠনের ব্যাপারে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করে ওসি আশরাফ উজ্জামান বলেন, পুলিশ ও সাংবাদিক পাশাপাশি কাজ করবে। অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, বিয়ানীবাজার থেকে মোটর সাইকেল চুরির বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে পুলিশ। এক্ষেত্রে ভুক্তভোগীসহ সর্বসাধারণে সহযোগিতা না পেলে চোর শনাক্ত, গ্রেপ্তার ও চুরি যাওয়া গাড়ি উদ্ধার করতে অনেকটা চ্যালেঞ্জে পড়তে হয়।

শীতকালে বিয়ানীবাজারসহ আশপাশ এলাকায় ডাকাতির উপদ্রব বছরের অন্য সময়ের চেয়ে বেড়ে যায়। পুলিশ সারারাত টহল দিচ্ছে এসব অপরাধ রোধ করতে। বিয়ানীবাজার থানা পুলিশের চাওয়া উপজেলাবাসী কোন সন্দেহজনক বা অপরিচিত ব্যক্তির গতিবিধি দেখলে পুলিশকে জানানো। আমরা সবাইকে নিয়ে বিয়ানীবাজারকে শান্তি ও অপরাধমুক্ত উপজেলা হিসাবে গড়তে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সহ সভাপতি শাহেদ আহমদ, বিয়ানীবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি এহসান খোকন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আহমদ রেজা চৌধূরী, সদস্য এস. আর শহিদ, কাজী ফাহিম, ফাহিম আহমদ তাছিম, মোকাব্বির হোসেন, তাহের আহমদ, আক্তার হোসেন, মাওলানা আবুল কালাম, সংবাদকর্মী আব্দুর রহমান আল মাহবুব, আব্দুল্লাহ আল মাহফুজ ও মলিক আহমদ সহ আরো অনেকে।