করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ক্লাব ফুটবলের ইতিহাসে টানা ম্যাচ জয়ের রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গিয়েছে নেইমার জুনিয়রের ক্লাব।

এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে আল হিলাল। ৬১তম মিনিটে সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের দলকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আল হিলালের এটি টানা ২৮তম জয়। তারা ভেঙে দিয়েছে ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দা নিউ সেইন্টসের টানা ২৭ জয়ের রেকর্ড, ২০১৬-১৭ মৌসুমে রেকর্ডটি গড়েছিল তারা। নতুন মাইলফলক তৈরির পথে প্রো লিগে ১৬টি, ঘরোয়া কাপ প্রতিযোগিতায় ৩টি ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ৯টি ম্যাচ জিতেছে আল হিলাল।

চোটের কারণে নেইমারকে হারালেও ছন্দ ধরে রেখেছে আল হিলাল। প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান করছে তারা।

টানা জয়ের বিশ্বরেকর্ড গড়েও ক্ষুধা কমেনি নেইমারদের কোচ হোর্হে জেসুসের। তার লক্ষ্য একের পর এক শিরোপা জেতা। ম্যাচ শেষে জেসুস বলেন, ‘এটা আসলেই অসাধারণ এক অর্জন। এই রেকর্ডের যারা অংশ তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। তবে আমি যেটা বলে আসছি এখনো যে ট্রফি যতটা গুরুত্বপূর্ণ, রেকর্ড ততটা নয়। আল হিলালের ওপরই এখন নির্ভর করছে যে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে শেষ করাটা। অন্য ক্লাব প্রতিযোগিতায়ও আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। তখনই শুধু আমরা উদযাপন করতে পারব।’