বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ‘বিশ্ব ক্যান্সার দিবস’ পালন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হাসপাতাল পরিদর্শন করেছেন। শনিবার (৪ফেব্রুয়ারি) প্রাণঘাতী ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় বিয়ানীবাজারেও পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস। ‘ক্লোজ দা কেয়ার গ্যাপ’ এ প্রতিপাদ্য সামনে রেখে ক্যান্সার সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল।
বিকাল ৩ টায় হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন’র সভাপতিত্বে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু সালেহ মোস্তাফা কামাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তর সিলেটের উপরিচালক শ্রী নিবাস রঞ্জন দাস, আরডিসি সিলেট কাজি শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তীসহ আরো অনেকে।
অতিথিরা হাসপাতালের সেবা কার্যক্রম, হাসপাতালের ক্যান্সার স্ক্রীনিংসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং দাতা ও ট্রাস্টিগনের ভূয়সী প্রশংসা করেন।