সাবেক বিরোধীদলীয় হুইপ ও সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিনের উদ্যোগে শুক্রবার বাদ আসর এ দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়।
এ সময় সাবেক হুইপ সেলিম উদ্দিন বলেন, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় এয়ার এ্যাম্বুল্যান্সে করে ব্যাংকক গেছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। তিনি সিলেটবাসীসহ দেশবাসীর কাছে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, সাবেক সাংসদ শরফ উদ্দিন খসরু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, সিলেট মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি এডভোকেট কাজী আশরাফ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি বাহার খন্দকার, সিলেট মহানগর জাপার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহীদ লস্কর বশীর, সিলেট জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, এডভোকেট আব্দুর রহমান, সিলেট জেলা জাপার সাবেক যুগ্ম-আহবায়ক আহসান হাবীব মইন, সিলেট জেলা জাপার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. ইকবাল আহমদ, বাশির আহমদ, সিলেট জেলা জাপার সাবেক অর্থ সম্পাদক আনিসুজ্জামান পাবলু, সিলেট জেলা জাপার সাবেক যুগ্ম-আইন বিষযক সম্পাদক এডভোকেট আব্দুল হান্নান, সিলেট মহানগর জাতীয় যুব সংহতির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদ, সিলেট জেলা জাপার সদস্য শহিদুর রহমান তাহের, সিলেট জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি তাজ উদ্দিন এপলু, সিলেট জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি এম মোরশেদ খান, সাধারণ সম্পাদক এম. বরকত আলী, চারখাই ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুমিনুল হক চৌধুরী মামুন, কমর উদ্দিন, জকিগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতি জালাল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা শ্রমিক পার্টির সভাপতি মুজিবুর রহমান মুজিব, আব্দুল কাদির, ছাত্র সমাজ নেতা সুমন আহমদ, খালেদ আহমদ প্রমুখ।