গত ৫ই আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়ল আনন্দ উল্লাসের এক পর্যায়ে বিয়ানীবাজার থানায় আক্রমণ করে মালামাল ভাঙ্গচুর ও আগ্নেয়াস্ত্র লুটপাটের ঘটনা ঘটে। লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ এরই মধ্যে উদ্ধার হয়েছে। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। কারো কাছে লুণ্ঠিত অস্ত্র থাকলে তা আগামী ৩০ আগস্টের মধ্যে ফেরত দিতে অনুরোধ করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ আগস্ট) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , কারো কাছে এ ধরনের অস্ত্র রক্ষিত থাকলে আগামী ৩০ আগস্টের মধ্যে কাছের থানায় জমা দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

অন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত লুট হওয়া ৭.৬২ চায়না রাইফেলের ০৮ (আট) রাউন্ড গুলি, ৭.৬২ চায়না রাইফেলের গুলির চার্জার ০১ টি, ১২ (বারো) বোর শটগান এর ০২ (দুই) রাউন্ড রাবার কার্তুজ মঙ্গলবার ২৭ আগস্ট রাত ৯:৪৫ ঘটিকায় বিয়ানীবাজার থানার মূল গেইটের দক্ষিণ পার্শ্বে ফুটপাতের উপর পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট রাত সাড়ে ১১টায় পুলিশ বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার আইডিয়াল কলেজ গেইটের পশ্চিমাবর্তের গরুর হাটের মাঠ হতে ১টি ৭.৬২৩৯ মিমি এসএমজি রাইফেলের ম্যাগজিন এবং ৭.৬২ চায়না রাইফেলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করে।