বিয়ানীবাজার উপজেলায় অবস্থিত বিয়ানীবাজার ইউনিভার্স্যাল কলেজ এর পড়াশোনার গুণগত মান বজায় রেখে ‘শিক্ষার পাশাপাশি সাংস্কৃতির চর্চার প্রয়োজনে BUC Student forum এর সর্বাত্মক সহযোগিতায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গ্রেট টুগেদার উদযাপন করা হয়েছে। শনিবার দিনব্যাপী পৃথক কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিয়ানীবাজার ইউনিভার্স্যাল কলেজের প্রকল্প পরিচালক জুবায়ের আহমদের সভাপতিত্বে ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী মো. মাহিন জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ আ.ফ.ম শামসুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিস পরিচালক তানভীর এলাহি মজুমদার, আইসিটি প্রভাষক জাহেদ আহমদ, পৌরনীতি ও সুশাসনের প্রভাষক মোস্তাফিজুর রহমান, সমাজ বিজ্ঞানের প্রভাষক স্বপন চন্দ্র দাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক আনোয়ারুজ্জামান, বাংলা বিষয়ের প্রভাষক মাসুমা আক্তার।

এছাড়াও BUC student forum এর গুরুত্ব তুলে ধরতে গিয়ে বক্তব্য রাখেন BUC student forum এর সভাপতি মামদুদ হোসেন আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন নাঈম সহ BUC student forum এর দায়িত্বশীল তাহা, আরিফ হোসেন মাহের, এমরান হোসেন, সাঈদ আহমদ সহ আরো অনেকে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে একে একে গান, কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত এবং কৌতুক অভিনয় পরিবেশন করা হয়।