বিয়ানীবাজার নিউজ ২৪। ০৯ মার্চ ২০১৭।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অভিযানে বুধবার রাতে ভারত সীমান্ত এলাকার বড়াইল গ্রাম থেকে ১০টি চোরাই গরু আটক করেছে। আটককৃত গরুগুলো জুড়ী কাস্টমস অফিসের জমা দেয়া হয়েছে।
বিজিবি’র লাতু বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুল মালেক নেতৃত্বে বিজিবি জোয়ানরা বাংলাদেশের ¬অভ্যন্তরে বড়াইল এলাকায় এ অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু চোরাচালানের সাথে জড়িতরা পালিয়ে যায়। বিজিবি পরিত্যক্ত অবস্থায় ১০টি ভারতীয় চোরাই গরু আটক করে। আটককৃত ১০টি গরু সিজার মূল্য তিন লাখ তেপ্পান্ন হাজার টাকা।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল নিয়ামুল কবির ১০টি গরু আটকের সত্যতা নিশ্চিত করেন বলেন, আটককৃত চোরাই গরুগুলো জুড়ী কাষ্টম অফিসে জমা দেয়া হয়েছে। একই সাথে বিজিবি একটি মামলা দায়ের করেছে।