বিয়ানীবাজার নিউজ ২৪। ০৭ এপ্রিল ২০১৭।

নির্বাচন উৎসবে শুধু বাধ সাদছে বৈরী আবহওয়া। প্রতীক বরাদ্ধের পর মেয়র প্রার্থীদের মধ্যে প্রথম নির্বাচনী গণসংযোগ করলেন ধানের শীষের আবু নাসের পিন্টু। রাজপথের বিরোধীদল খ্যাত বিএনপি’র উপজেলা ও পৌরসভা পর্যায়ের সব স্তরের নেতাকর্মী যোগ দেন তার প্রচারণা। গতকাল বুধবার পৌরশহরে নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়।

অফিস উদ্বোধন ও প্রচারণায় উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, স্বৈরাচ্ছারী মনোভাব নিয়ে এ অবৈধ সরকার দেশ চালাচ্ছে। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে এখান থেকে সরকার বিরোধী জনমত তৈরী হবে। তিনি বলেন, সৎ, যোগ্য বিএনপি’র দলীয় প্রার্থী আবু নাসের পিন্টুর পক্ষে যে গণ জোয়ার তৈরী হয়েছে- তা ২৫ এপ্রিল ভোটের মাধ্যমে পৌরবাসী জানান দেবে। তিনি সরকারের সকল নিপিড়নের জবাব দেয়ার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

ধানের শীষ প্রতীকের গণ সংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সকল নেতাকর্মী।
গণসংযোগের এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পল্লবের সাথে দেখা হলে দুই মেয়র প্রার্থী কোলাকোলি করেন। এতে উপস্থিত জনতা তাদের সাধুবাদ জানান।