বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচীর প্রথম দিন আজ মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলাসহ আশপাশ এলাকায় প্রভাব পড়েনি। অন্যদিনের মতো সব কিছু স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। উপজেলা ও গ্রামীনসড়কসহ বিয়ানীবাজার-সিলেট সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে যাত্রি সংকটের কারণে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
অবরোধ পালনে বিএনপি-জামায়াতে নেতাকর্মীদের পৌরশহরসহ আশপাশ এলাকায় দেখা না গেলেও বিয়ানীবাজার থানা পুলিশের সতর্ক উপস্থিতি দেখা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সতর্ক রয়েছে। একই সাথে সাদা পোকাশের পুলিশ সদস্য পৌরশহরসহ আশপাশ এলাকায় টহল দিচ্ছেন।

অবরোধ প্রতিহত করতে মাঠে শক্ত অবস্থায় রয়েছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। দলটির সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বলেন, পুলিশের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগ পূর্বের ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। তিনি বলেন, বিয়ানীবাজারবাসী কখনো দুর্বৃত্তদের সহযোগিতা করেননি; সব সময় প্রতিহত করেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, জনগণ আওয়ামী লীগের সাথে রয়েছে। উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হোক সেটি বিয়ানীবাজারবাসী চাননি বলেই বিএনপি’র অবরোধ প্রত্যাখান করেছেন। পৌরশহরসহ পুরো উপজেলায় সবকিছু স্বাভাবিক রয়েছে।